প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ১২:৪০
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২৪ জুলাই) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, শনিবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে রোববার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার ২১৬ পিস ইয়াবা, ১৩০ গ্রাম হেরোইন, ৪৮ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা ও ২২৩ বোতল ফেনসিডিল, ১৩৭ বোতল দেশি ও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।