প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ০৯:০০
টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
রোববার ভোর ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জ্বিলকদ হোসেন বলেন, ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বঙ্গবন্ধু সেতুগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।