প্রকাশ : ২০ জুলাই ২০২২, ১৪:১৩
কিডনি কেনাবেচা চক্রের প্রধানসহ গ্রেপ্তার ৫
রাজধানীতে অবৈধভাবে কিডনি কেনাবেচা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে রাজধানীর মিরপুর, ভাটারা ও বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, বুধবার (২০ জুলাই) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, দেশে কিডনি রোগ বেড়ে যাওয়ায় বছরে প্রায় পাঁচ হাজার কিডনি প্রতিস্থাপন দরকার। কিন্তু হাসপাতালগুলোতে বছরে ৫০০ কিডনিও প্রতিস্থাপন করা হয় না। এর মধ্যে কেউ কেউ যেমন কিডনি কিনছেন তেমনি অনেকে অভাবে পড়ে বিক্রি করছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, অনেকে ফেসবুকে পরিচয়ের সূত্রধরে দেশের বাহিরে গিয়ে কিডনি ক্রেতা বা রোগী, বিক্রেতা ও মধ্যস্থতাকারী দালালের মাধ্যমে কেনাবেচা করছেন।
এ জন্য দালাল চক্র ফেসবুকে কয়েকটি গ্রুপ খুলে এই প্রচারণা চালিয়ে যাচ্ছে। ডোনারসহ এসব গ্রুপের সদস্য হতে হলে অবশ্য অ্যাডমিনের কাছে জাতীয় পরিচয়পত্র এবং ফোন নম্বর দিয়ে সদস্য হওয়ার আবেদন করতে হয়।