শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ০২ মে ২০২২, ১০:২৫

সিলেটে হকার্স মার্কেটে কোটি টাকার মালামাল পুড়েছে

সিলেটে হকার্স মার্কেটে কোটি টাকার মালামাল পুড়েছে
অনলাইন ডেস্ক

সিলেট নগরীর লালদীঘি পাড়ের হকার্স মার্কেটে কয়েক কোটি টাকার মালামাল ভয়াবহ আগুনে পুড়ে গেছে।

এ সময় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২ মে) ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। তবে মার্কেটটিতে ১ হাজার ৩৫টি কাপড়সহ বিভিন্ন নিত্যপণের দোকান ছিল।

জানা গেছে, রোববার (১ মে) দিনগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে একাধিক গলিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিলেট মহানগরের সবগুলোসহ পার্শ্ববর্তী উপজেলা জৈন্তাপুর ও গোলাপগঞ্জ থেকেও ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে সোমবার (২ মে) ভোর সাড়ে ৫টার দিকে টানা সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, রোববার (১ মে) রাতে এ ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সিলেট মহানগর ও আশপাশের ১৭টি ইউনিট আগুন ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, হকার্স মার্কেটের ১ হাজার ৩৫টি দোকানের মধ্যে ২০-২৫টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ১০-১২ দোকান পুরোপুরি পুড়ে গেছে। তবে অন্যগুলো আংশিক পুড়েছে। আমরা বড় ধরনের ক্ষতির হাত থেকে মার্কেটটি রক্ষা করেছি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বিষয়টি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।

সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ বলেন, রোববার (১ মে) রাত ৩টার দিকে আগুন লাগে। আগুন নেভাতে ১৭টি ইউনিট কাজ করে। তবে মার্কেটের ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার কোনো রাস্তা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়