বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে

প্রকাশ : ১৬ জুলাই ২০২২, ১৬:১১

৮ দিন পর হিলিতে আমদানি-রপ্তানি শুরু

৮ দিন পর হিলিতে আমদানি-রপ্তানি শুরু
অনলাইন ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে টানা ৮ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

কয়েক দিন পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তবে ঈদের ছুটি কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে দু’একদিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার সকাল পৌনে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে গত ৮ জুলাই শুক্রবার থেকে ১৫ জুলাই শুক্রবার পর্যন্ত টানা ৮দিন হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। যদিও এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল। ঈদের ছুটি শেষে আজ শনিবার সকাল পৌনে ১১টা থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়