প্রকাশ : ১৩ জুলাই ২০২২, ১৩:১০
মাদারীপুরে বাস ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত
মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পিকআপ ভ্যানের চালক মো. সাদ্দাম (২২) ও ওই পিকআপ ভ্যানে থাকা আম ব্যবসায়ী খাইরুল ইসলাম (৪৫)। নিহত সাদ্দাম নওগাঁর পারশা উপজেলার গাঙ্গারিয়া গ্রামের রইজ ইসলামের ছেলে এবং খাইরুল ইসলাম একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমবোঝাই পিকআপ ভ্যান মাদারীপুরের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি রাজৈরের আলমদস্তার এলাকার নতুন পৌরসভা ভবনের সামনে এলে সোনার বাংলা নামের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সাদ্দাম মারা যান। পিকআপ ভ্যানে থাকা আহত আম ব্যবসায়ী খাইরুল ও চালকের সহকারী মাহাতাব আলীকে (১৮) স্থানীয় লোকজন উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।
মো. এমারাত হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমার বাড়ি মহাসড়কের পাশে। সকালের দিকে মহাসড়কে তেমন গাড়ির চাপ ছিল না। গাড়িগুলো চলছিল দ্রুতগতিতে। বিকট শব্দ শুনে আমি বাড়ি থেকে দৌড়ে আসি। এসে দেখি, চালক বাস নিয়ে চলে যাচ্ছেন। পিকআপের ভেতর থেকে তিনজনকে বের করি।’
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন। বাসটি জব্দের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো