বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে

প্রকাশ : ১১ জুলাই ২০২২, ২২:৫৯

বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে পাঁচজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১১ জুলাই) রাতে উপজেলার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, আজ সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি বাস উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে পাঁচজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা সিএনজির যাত্রী। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

পটিয়া ফায়ার স্টেশনের টিম লিডার প্রদীপ ত্রিপুরা বলেন, আজ সোমবার রাতে বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে অটোরিকশা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছি। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়