প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ২১:৩৮
কেনাবেচায় সরগরম রাজধানীর গরু-ছাগলের হাট
কোরবানির ঈদকে সামনে রেখে কেনাবেচায় সরগরম রাজধানীর গরু-ছাগলের হাটগুলো।
শুক্রবার (৮ জুলাই) রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়া হাট ঘুরে দেখা গেছে, অসংখ্য ক্রেতা-দর্শনার্থী হাটে ভিড় করেছেন। পছন্দের প্রাণী কিনতে হাট ঘুরে দেখছেন তারা। ক্রেতারা পশু নিয়ে হাট থেকে বের হচ্ছেন, আর আশপাশের মানুষ দাম জানতে চাইছেন।
শুধু তাই নয়, হাতে করে গরুর গলায় ও কপালে পরানোর জন্য বাহারি রঙের মালা, ঘুঙুরও বিক্রি করতে দেখা গেছে হকারদের।
রাজধানীর কলাবাগান থেকে আসা সাব্বির বলছেন, ৮০ হাজার টাকার বাজেটে গরু কিনতে এসেছেন তিনি। পরিবারের আরও কয়েকজন সদস্য মিলে পছন্দের গরু কিনেই বাড়ি ফিরবনে তারা। দাম একটু কম-বেশি হলেও চলবে।
হাতিরপুলের বাসিন্দা মুজিবুর জানান, সন্তানকে নিয়ে হাটে এসেছেন তিনি। পছন্দের পশুটি কিনতে হাট চষে বেড়াচ্ছেন তিনি। ৫৫ থেকে ৭০ হাজার টাকার মধ্যে গরু খুঁজছেন তিনি।
তবে অনেক ক্রেতাই দাম বেশি বলে অভিযোগ করেছেন। বিক্রেতারাও বিষয়টি স্বীকার করে জানান, গো -খাদ্যসহ সব কিছুর দাম বেশি, গরুও কিনতে হয়েছে বেশি দামে। তাই বাজারেও দাম বেশি।
এদিকে নিরাপত্তার জন্য হাটের ফাঁকে-ফাঁকে পুলিশের একাধিক ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে। রয়েছে জাল নোট শনাক্তকরণের একাধিক স্টল।