প্রকাশ : ৩০ জুন ২০২২, ১২:৫৮
গোলাপগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল নারীর
অনলাইন ডেস্ক
ঝগড়া থামাতে গিয়ে সিলেটের গোলাপগঞ্জে ইটের আঘাতে আওয়ারুন নেছা (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সম্প্রতি উপজেলায় বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের সেতুর ওপর এ ঘটনা ঘটে।
নিহত আওয়ারুননেছা (৬৫) উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের মৃত আব্দুল খালিকের স্ত্রী।
এ ঘটনায় অভিযুক্ত সুমন আহমদ (২৬) বাঘা সোনারটুল গ্রামের ওয়াজিদ আহমদের পুত্র।ঘটনার পরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
ঘটনার পর সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রান তালুকদার ও ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে এক সপ্তাহের ভেতরে খুনিকে ধরতে পারলে নগদ ৫০ হাজার টাকা পুরষ্কার দেয়ার ঘোষণা দিয়েছেন বাঘা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুছ সামাদ।