প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ১০:০৬
চৌমুহনীতে আগুনে ভস্মীভূত শতাধিক দোকান, হৃদ্রোগে এক মালিকের মৃত্যু
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ব্যাংক রোড সংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
আগুনে পুড়েছে প্রায় শতাধিক দোকান। একযোগে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আগুনে দোকান পুড়ে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসার সময় হোসেন মার্কেটের মারওয়া ফ্যাশন নামের দোকান মালিক রিংকু (৪৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
আগুনে পুড়ে ও আহত অবস্থায় ১২ জনকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাজারের ব্যবসায়ীরা ইফতার নিয়ে যখন ব্যস্ত ওই সময় হঠাৎ রেল গেটের স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ব্যাংক রোডসহ চারদিকে ছড়িয়ে পড়ে।
এতে স্টেশন মার্কেট ও ইসলাম মার্কেটের জুতা দোকান, ফার্মেসি, কাপড়, হার্ডওয়্যার, বই, প্লাস্টিক দোকান ও গ্যাস সিলিন্ডার দোকানসহ অন্তত শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় পানির সংকট থাকায় ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী, লক্ষ্মীপুর, ফেনীর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায়। রাত ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে জানতে চৌমুহনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার এক কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে বিস্তারিত পরে জানানো হবে।
সূত্র: দেশ রূপান্তর