বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ২৮ জুন ২০২২, ১২:৫৫

ষাঁড়ের নাম ‘পদ্মা সেতু’, দাম ৫ লাখ

ষাঁড়ের নাম ‘পদ্মা সেতু’, দাম ৫ লাখ
অনলাইন ডেস্ক

এবার ষাঁড়ের নাম রাখা হলো ‘পদ্মা সেতু’। ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খামারে গরুটি দেখার জন্য বেড়েছে ভিড়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, উপজেলার হীরাঝিল এলাকার কাসসাফ অ্যাগ্রো ফার্মের গরুটির দাম হাঁকানো হয়েছে পাঁচ লাখ টাকা।

আড়াই বছর বয়সী দেশি জাতের ‘পদ্মা সেতু’ ৭ ফুট লম্বা ও উচ্চতায় ৫ ফুট, ওজন প্রায় ১৭ মণ। তার গায়ে লাল ও কালো রঙের মিশ্রণ রয়েছে।

গরুটির নামকরণের বিষয়ে কাসসাফ অ্যাগ্রো ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আল আমিন হোসেন রাব্বি বলেন, মাত্র দুই দিন আগেই দেশের সবচেয়ে বড় পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা খামারের সবচেয়ে বড় গরুটির নাম রেখেছি পদ্মা সেতু। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য নামটা রাখা হলেও আমরা বেশি দাম হাঁকাইনি।

খামারের কর্মচারীরা বলেন, প্রতিদিন ‘পদ্মা সেতু’র খাদ্যতালিকায় ৪ কেজি ভুসি, ১১ কেজি সবুজ ঘাস, ৬ মুঠো খড় ইত্যাদি থাকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়