প্রকাশ : ২৫ জুন ২০২২, ১২:৩৫
‘১০০ বছরেও পদ্মা সেতুর কোনও ক্ষতি হবে না’
অনলাইন ডেস্ক
সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে ১০০ বছরেও পদ্মা সেতুর কোনও ক্ষতি হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।
শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, শেখ হাসিনার জন্যই অল্প সময়ে পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী জাতিকে আত্মমর্যাদার অধিকারী হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা করেছেন।
তিনি বলেন, ৪০ বছরে অনেক প্রকল্পে কাজ করেছি, কিন্তু এরকম দেখেনি। অনেকেই পদ্মা সেতুর জন্য নিজেদের বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে দিয়েছে। সেইসব মানুষদের এখন কোনও দুঃখ নেই। তারা ভিটেমাটি হারিয়েও গর্ববোধ করছেন।
সূত্র: আরটিভি