বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ২৩ জুন ২০২২, ১৩:৩৫

৫ দিন পর মোহনগঞ্জ-ঢাকা ট্রেন চলাচল শুরু

৫ দিন পর মোহনগঞ্জ-ঢাকা ট্রেন চলাচল শুরু
অনলাইন ডেস্ক

পাহাড়ি ঢলে নেত্রকোনার বারহাট্টায় রেললাইনের একটি সেতু ভেঙে বন্ধ ছিল ট্রেন চলাচল। পাঁচ দিন পর মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বারহাট্টা রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানি।

তিনি বলেন, রেলসেতুটি মেরামতের বুধবার পরীক্ষামূলকভাবে একটি রেকার ট্রেন ও ইঞ্জিন চলাচল করে। আজ সকালে মোহনগঞ্জে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি সকালে ছেড়ে আসে। আজ থেকে এ পথে যথারীতি ট্রেন চলাচল করবে।

এর আগে গত ১৮ জুন সকালে বারহাট্টা উপজেলার অতীতপুর রেলস্টেশনের কাছে ইসলামপুর এলাকায় ২৩ নম্বর রেলব্রিজটি বন্যার পানির স্রোতে ভেঙে যায়। ফলে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ-ঢাকা রেলপথে যাতায়াত বন্ধ হয়ে যায় । সেতু ভেঙে যাওয়ায় জেলার মোহনগঞ্জে আটকা পড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন এবং বারহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন।

ঘটনার একদিন পর থেকে বারহাট্টা স্টেশন থেকেই নেত্রকোনার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারাদেশের সঙ্গে সচল থাকে রেলপথ। তবে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ পর্যন্ত ২৯ কিলোমিটার পথে ট্রেন চলাচল বন্ধ থাকে।

সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়