শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৯ °সে

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২২, ১৩:২৯

পাটুরিয়া নৌরুটে পারের অপেক্ষায় ৩ শতাধিক ছোট গাড়ি

পাটুরিয়া নৌরুটে পারের অপেক্ষায় ৩ শতাধিক ছোট গাড়ি
অনলাইন ডেস্ক

মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল থেকেই ঘাটে মানুষের ভিড় দেখা যায়। তবে পারপারের অপেক্ষায় প্রায় তিন শতাধিক ছোট গাড়ি (প্রাইভেটকার ও মাইক্রোবাস)।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকে ঘাটের যানজট এড়াতে ছোট গাড়িগুলোকে ঢাকা- আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড থেকে গ্রামীণ সড়ক দিয়ে ৫ নম্বর ঘাটে পাঠানো হচ্ছে। তবে সরু রাস্তা দিয়ে ছোট গাড়িগুলোর ঘাটে পৌঁছাতে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা সময় বেশি লাগছে। তবে বাস যাত্রীরা ঘাটে এসেই ফেরি পার হতে পারছে।

এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি পণ্যবাহী গাড়ি যাথারীতি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, এই নৌরুটে বর্তমানে ২১টি ফেরি রয়েছে। এরমধ্যে একটি ফেরি মেরামতের জন্য সাময়িক বন্ধ আছে। বাকি ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। বাহনগুলো ঘাটের নিয়ম মেনে চললে কোনো ভোগান্তিতে পড়তে হবে না। তবে আজ বৃহস্পতিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ফেরিতে প্রায় ১ হাজার ছোট গাড়ি পার হয়েছে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়