শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৯ °সে

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২২, ১৩:২৮

শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ

শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ
অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে। এ কারণে দুর্ভোগ এড়াতে অনেকে আগেভাগেই নাড়ির টানে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে যাত্রা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল থেকেই ঘাটে মানুষের ভিড় দেখা যায়। এদিকে ঈদের আগে আজকে শেষ কর্মদিবস।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান জানান, এই নৌরুটে ১৫৩টি স্পিডবোট ও ৮৩টি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রী পার হচ্ছেন। স্পিডবোট চলাচল করছে সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এবং লঞ্চ চলাচল করবে রাত ১০টা পর্যন্ত।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামান জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকে ফেরিতে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় দুই শতাধিক যানবাহন। তবে ফেরির তুলনায় লঞ্চে ও স্পিডবোটে যাত্রীরা পারাপার হচ্ছেন বেশি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়