বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ২১ জুন ২০২২, ০৯:৩২

বিপৎসীমার ওপরে প্রবাহিত তিস্তা-ধরলা নদীর পানি

বিপৎসীমার ওপরে প্রবাহিত তিস্তা-ধরলা নদীর পানি
অনলাইন ডেস্ক

লালমনিরহাটে তিস্তা-ধরলা, সানিয়াজানসহ সবগুলো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ৪৫টি চরের অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। ত্রাণ তৎপরতা অপ্রতুল। দু'একটি জায়গায় ত্রাণ বিতরণ করার খবর পাওয়া গেলেও অধিকাংশ বানভাসিরা তা পাননি বলে অভিযোগ রয়েছে।

এদিকে জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, ফকিরপাড়া ইউপির রমনীগঞ্জ, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউপির পাটিকাপাড়া, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা,পলাশী ও সদর উপজেলার ফলিমারীর চর, খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা জানিয়েছেন, উজান থেকে প্রবল গতিতে পানি ধেয়ে আসছে।সবগুলো ব্যারেজের গেট খোলা রেখেও পানির চাপ সামলাতে হিমশিম মুশকিল হয়ে যাচ্ছে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়