প্রকাশ : ১৮ জুন ২০২২, ০৮:৫৯
বন্যার্তদের জন্য বরাদ্দ ৬০ লাখ টাকা : ত্রাণ প্রতিমন্ত্রী
সিলেট অঞ্চলে বন্যা কবলিত মানুষের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
শুক্রবার (১৭ জুন) বিকেলে আশুলিয়ার জিরাবোতে স্থানীয় আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
ডা. এনামুর রহমান বলেন, এরইমধ্যে বন্যা দুর্গতদের জন্য ২০০ মেট্রিক টন চাল ও আট হাজার প্যাকেট শুকনা খাবার পাঠানো হয়েছে। বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী কাজ করছে।
এছাড়া নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জে ৬০০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এগুলোতে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
সরকার সব সময় বন্যার্তদের পাশে আছে জানিয়ে তিনি বলেন, বন্যা মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে। প্রাথমিকভাবে শুকনা খাবারের প্রতি জোর দেওয়া হচ্ছে এবং এগুলো সরবরাহ করা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জু দেওয়ান এবং অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।
সূত্র: আরটিভি