সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে

প্রকাশ : ১৪ জুন ২০২২, ১২:৪৮

মাদকবিরোধী অভিযানে ৬৩ জন গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে ৬৩ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৯৫১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২২৩ গ্রাম ৮২ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৫৮১ গ্রাম গাঁজা, ১২৫ বোতল ফেন্সিডিল, ৪০ ক্যান বিয়ার ও ১৫টি ইনজেকশন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৩ জুন) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার (১৪ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা রুজু হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়