সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ৩০ °সে

প্রকাশ : ১৩ জুন ২০২২, ১৬:০০

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
অনলাইন ডেস্ক

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। রাত ১২টা পর্যন্ত চালানো যাবে এ প্রচার কাজ। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে ব্যস্ত প্রার্থীরা।

সোমবার (১৩ জুন) সকাল থেকে মেয়র প্রার্থীরা মাঠে থাকলেও, আর কোনো প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

নির্বাচনকে সামনে রেখে শেষ বারের মতো নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আরফানুল হক গেল রাতে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন। এ ছাড়া সোমবার সকাল সাড়ে ৯টায় নগরীর ১১ নম্বর ওয়ার্ডে রানীর দিঘীর পাড় নির্বাচনি কার্যালয়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক বিকেল ৩টায় চর্থা এলাকায় উঠান বৈঠক করবে বলে জানান। আরেক স্বতন্ত্র প্রার্থী মাটিয়াপাড়া এলাকায় উঠান বৈঠক করার কথা রয়েছে।

অন্যদিকে পিছিয়ে নেই নারী প্রার্থীরাও। ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন পাড়া মহল্লায়।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়রপ্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।

আগামী ১৫ জুন ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে কেন্দ্রগুলো।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়