সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে

প্রকাশ : ১০ জুন ২০২২, ১৬:১২

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী আজম

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী আজম
অনলাইন ডেস্ক

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী জিএম শাহাবুদ্দিন আজম। আজ শুক্রবার দুপুরে শহরের চৌরঙ্গীতে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

মেয়র প্রার্থী শাহাবুদ্দিন আজম বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসাবে মেয়র প্রার্থী রকিব হোসেনকে সিদ্ধান্ত দেয়ায় ও তার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকায় পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। দলীয় প্রার্থী হিসাবে মেযর প্রার্থী রকিব হোসেনকে সমর্থন দিলাম। পৌরবাসীর সকল কাজের সাথে আছি, ছিলাম, থাকবো।

এর আগে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি মিছিল বের হয়ে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে আরেক মেয়র প্রার্থী মৃণাল কান্তি রায় চৌধুরী পপা গত ৫ জুন রাতে এক সংবাদ সম্মেলন করে রকিব হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ নিয়ে পৌর নির্বাচনে ৮ জন মেয়র প্রার্থী রইলেন। উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়