প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১০:২৪
কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপায় কিশোরীর মৃত্যু
অনলাইন ডেস্ক
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল চাপা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত রাতে এ ঘটনা ঘটে। তবে এই ঝড়টি পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলাসহ বেশ কিছু এলাকায় আঘাত হেনেছে।
নিহত ব্যক্তি পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের শওকত আলীর মেয়ে উম্মে কুলসুম (১৩)।
জানা গেছে, মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতের খাবার শেষ করে ঘরে ঘুমাতে যায় কুলসুম। তখন হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের টিন উড়ে গিয়ে দেয়াল ধসে কুলসুমের গায়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যায়।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, রাতের কালবৈশাখী ঝড়ে এ ঘটনা ঘটে।