প্রকাশ : ০৮ জুন ২০২২, ১৯:৪৩
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাজবে ঢাকা
আগামী ২৫ জুন বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। এ উপলক্ষে ঢাকাকে আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সাজসজ্জা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
কর্তৃপক্ষ জানায়, ডিএনসিসির আওতাধীন এলাকায় মূলত আলোকসজ্জার পাশাপাশি সব এলাকার পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সাজসজ্জা করা হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ডিএনসিসি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাসহ আলোকসজ্জা এবং শহরজুড়ে সাজসজ্জার কাজ সম্পন্ন করতে একটি কমিটি গঠন করা হয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে পরিকল্পনা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কমিটি ইতোমধ্যে অগ্রগতির কাজ শুরু করেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মাসুদ আলম ছিদ্দিকের নেতৃত্বে সাত সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলীকে, আর সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তাকে।
কমিটির বাকি সদস্যরা হলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ এবং আইন কর্মকর্তাকে কমিটির সদস্য করা হয়েছে।
সূত্র: আরটিভি