প্রকাশ : ০৮ জুন ২০২২, ১২:০৯
সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর, বন্যার আশঙ্কা
সিলেটে সুরমা নদীর পানি বেড়ে কানাইঘাটে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ইতোমধ্যে কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বুধবার (৮ জুন) পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম নিলয় পাশা এ তথ্য নিশ্চিত করেছেন। এ অবস্থায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, সুরমার পানি গত সোমবার বিপৎসীমা অতিক্রম করেছে। মঙ্গলবার (৭ জুন) বিকেলের প্রতিবেদন অনুযায়ী কানাইঘাটে সুরমা নদীর পানি বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে একই দিন ভোর ৬টায় পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। এ ছাড়া কুশিয়ারা নদীর জকিগঞ্জের অমলসিদ, বিয়ানীবাজারের শেওলা ও শেরপুর পয়েন্টে পানি বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম নিলয় পাশা বলেন, সিলেটে সব পয়েন্টে নদীর পানি বাড়ছে। কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীর পানিও বাড়া-কমার মধ্যে আছে।
সূত্র: আরটিভি