প্রকাশ : ০৬ জুন ২০২২, ১৮:৪৩
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৬ জুন) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের খোঁজ নেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ঢাকা ও চট্টগ্রামে সব সরকারি ও বেসরকারি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অগ্নিদগ্ধদের চিকিৎসায় ঢাকা ও চট্টগ্রামে আলাদা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা মাঠ পর্যায়ে কাজ করছে।
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৪ জন চিকিৎসাধীন এবং আরও ৪-৫ জনকে ঢাকায় আনা হচ্ছে বলেও জানান তিনি।
জাহিদ মালেক বলেন, ১৪ জনের মধ্যে মধ্যে ৪ জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা একটু উন্নতির দিকে।
অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়া আমাদের মূল কাজ। আমরা এতে মনোযোগী। তদন্তসাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সে সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম প্রমুখ।
সূত্র: আরটিভি