শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে

প্রকাশ : ০৬ জুন ২০২২, ১২:৪৫

৩৬ ঘণ্টা পরেও আগুন পুরোপুরি নেভেনি

৩৬ ঘণ্টা পরেও আগুন পুরোপুরি নেভেনি
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর আগুন লাগার ৩৬ ঘণ্টা পরেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সোমবার (৬ জুন) সকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই ডিপোর একাধিক কনটেইনারে আগুন জ্বলতে দেখা যায়। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ৫ থেকে ৬টি কনটেইনারে এখনো আগুন জ্বলছে। কোনো কোনো কনটেইনার থেকে এখনও ধোঁয়া উঠছে। তবে আজ সোমবার দুপুরের আগেই ডিপোর আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে বলে ফায়ার সার্ভিস আশা প্রকাশ করেছে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নিহত হয়েছে ৪৯ জন ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়