শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে

প্রকাশ : ০৬ জুন ২০২২, ১১:৩০

সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণ : ২২ জনের মরদেহ হস্তান্তর

সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণ : ২২ জনের মরদেহ হস্তান্তর
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ২২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তৃপক্ষ।

সোমবার (৬ জুন) সকালে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫ জুন) রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত মরদেহগুলো হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪১ জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রাখা আছে। বাকি ৮ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে থাকতে পারে। তবে ২২ জনের পরিচয় শনাক্ত হওয়ায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নিহত হয়েছে ৪৯ জন ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়