প্রকাশ : ০৬ জুন ২০২২, ০৯:১৪
সিলেটের জৈন্তাপুরে পাহাড়ধসে নিহত ৪
অনলাইন ডেস্ক
সিলেটের বিভিন্ন এলাকায় রোববার রাতে ভারি বর্ষণ হয়েছে। জৈন্তাপুরে প্রচণ্ড বৃষ্টিতে পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ৩-৪টার মধ্যে উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ঠাকুরির মাটি পূর্ব সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।
তিনি বলেন, রাতভর ভারি বর্ষণের ফলে টিলার ঢালে বানানো ঘরটি পাহাড়ধনে মাটিচাপা পড়ে।
নিহতরা হলেন- জুবের আহেম্মেদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের পাঁচ বছর বয়সি ছেলে সাফি আহমেদ এবং জুবায়েরের মা শামিমারা বেগম (৪৮)।
সূত্র: যুগান্তর