শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ০৫ জুন ২০২২, ১২:৩৩

ঢাকা থেকে সীতাকুণ্ডে যাচ্ছে হ্যাজমেট টিম

ঢাকা থেকে সীতাকুণ্ডে যাচ্ছে হ্যাজমেট টিম
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুন্ডে অগ্নিকাণ্ডস্থলে কাজ করতে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ২০ জনের বিশেষ হ্যাজমেট টিম চট্টগ্রামে যাচ্ছে।

হ্যাজমেট (হ্যাজারডাস মেটারিয়াল) টিমের এসব সদস্য দেশে-বিদেশে বিশেষভাবে প্রশিক্ষিত।

রবিবার সকাল সোয়া ১০টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫ জন কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে মনিরুজ্জামান নামের একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি কুমিরা ফায়ার স্টেশনে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মী এখনো সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরও ২ জন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ছাড়া সাধারণ জনগণের মধ্যে ফায়ার সার্ভিসের কাছে থাকা তথ্য অনুযায়ী, ১০ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। সব মিলিয়ে ১৫ জন মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শনিবার রাতে সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে চট্টগ্রাম ও আশপাশের সকল ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। দুর্ঘটনার একপর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটলে ফাস্ট লাইনে কাজ করা কর্মীরা গুরুতর আহত হন। এর মধ্যে ৫ জন কর্মীর মৃত্যু হয়।

এখন পর্যন্ত ২৫টি ইউনিট দুর্ঘটনাস্থলে কাজ করছে। চট্টগ্রাম ছাড়াও কুমিল্লা, খাগড়াছড়িসহ বিভিন্ন আশপাশ এলাকা থেকে ফায়ার ইউনিট ঘটনাস্থলে নিয়োজিত করা হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়