শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ১৬:৪৬

সোমবার ঢাকার কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

অনলাইন ডেস্ক
সোমবার ঢাকার কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

পাইপলাইন মেরামতের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে রবিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ডেমরা সিজিএস (সিটি গেট স্টেশন), নন্দীপাড়া টিভিএস ও তেজগাঁও টিভিএসের পাইপলাইনে জরুরি মেরামতকাজ করা হবে। এ জন্য আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়