শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৫ জুন ২০২২, ১০:৫৪

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : ঘটনাস্থলে যাচ্ছে সেনাবাহিনী

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : ঘটনাস্থলে যাচ্ছে সেনাবাহিনী
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিপোর আগুন ও ছড়িয়ে পড়া কেমিক্যাল নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ১৫০-২০০ সদস্যের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন।

তিনি জানান, এই ডিপোর কাছে থাকা কয়েকটি নালা এখানকার দুটি খালের সঙ্গে সংযুক্ত। আর সেই খালটি সংযুক্ত বঙ্গোপসাগরের সঙ্গে। ফলে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া কেমিক্যালগুলো যাতে বঙ্গোপসাগরে মিশে না যায়, সেজন্য সেনাবাহিনীর দলটি কাজ করবে। একইসঙ্গে আগুন নিয়ন্ত্রণেও তারা কাজ করবে।

সকাল সাড়ে ১০টার মধ্যেই দলটি ঘটনাস্থলে এসে পৌঁছাবে বলেও জানান বিভাগীয় কমিশনার।

শনিবার রাত ১০টার দিকে ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর এখন পর্যন্ত দগ্ধ হয়ে কমপক্ষে ১৬ জন নিহত ও দেড় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন বিপ্লব দেশ রূপান্তরকে বলেন, ওই কনটেইনার ডিপোতে একটি হাইড্রোজেন পার অক্সাইডের চালান ছিল। সেখানে পণ্যভর্তি কনটেইনারে বিস্ফোরণ হয়েছে শুনলাম।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়