শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৪ জুন ২০২২, ১০:৫৩

অস্ত্রসহ ‘ঠাণ্ডা শামীম’ বাহিনীর ১১ সদস্য গ্রেপ্তার

অস্ত্রসহ ‘ঠাণ্ডা শামীম’ বাহিনীর ১১ সদস্য গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

সাভারের বালিয়ারপুর মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে ঠাণ্ডা শামীম বাহিনীর সর্দারসহ ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (৪ জুন) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ডাকাতি করে আসছিল। তারা দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়