শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৩ জুন ২০২২, ১৫:৩৪

উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী

উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী
অনলাইন ডেস্ক

উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শেখ হাসিনার সাথে থাকতে হবে। তার দলের সাথে থাকতে হবে।

কুয়াকাটায় প্রথমবারের মত সীউইড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। বাংলাদেশ উপকূলে উৎপাদিত সীউইড আহরণ, বিপণন, চাষে উদ্বুদ্ধকরণ, ব্যবহারে উৎসাহিত এবং বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরতে শুক্রবার বেলা এগারটায় পর্যটন হলিডে হোমস কুয়াকাটায় এ মেলার অয়োজন করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিউট।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের যে দৃশ্যমান উন্নয়ন করেছেন তা অনেকের চোখে পড়ে না। এসব অন্ধ মানুষরা এসব উন্নয়নের সুযোগ সুবিধা নিবে কিন্তু এ উন্নয়নের প্রশংসা করতে জানে না। সেই মানুষেরা আবার কোন চোরাবালির পথ সৃষ্টি করে রাষ্ট্র ক্ষমতায় আসার নীলনকশা করে যাতে সফল হতে না পারে সে বিষয়ে সকলকে লক্ষ্য রাখতে হবে।

প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহাবুবুল আলম।

সীউইডের ৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এ মেলায় আংশগ্রহণ করে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়