বুধবার, ১২ মার্চ, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১৪:৫৮

৪ ঘণ্টা পর দুই মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু

৪ ঘণ্টা পর দুই মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু
অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে কালিয়াকৈর উপজেলার মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ৪ ঘণ্টা পর তা প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। পরে সেনাবাহিনীর চেষ্টায় বেলা ১১টার দিকে মহাসড়ক ছাড়েন শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরে মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে তারা মহাসড়ক ছেড়ে দিলেও কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়।

অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৌচাকে অবস্থিত এক কারখানার একজনকে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সকাল ৮টার দিকে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাসদস্যরা এসে বুঝিয়ে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। শ্রমিককে মারধরের ঘটনায় তারা মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে তারা রাস্তা ছেড়ে চলে যান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তবে এখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়