রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে

প্রকাশ : ০১ জুন ২০২২, ১২:৩৬

শাহ আমানতে ৪ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

শাহ আমানতে ৪ কেজি স্বর্ণসহ যাত্রী আটক
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় চার কেজি স্বর্ণ (৩৪টি বার ও ১০০ গ্রাম ওজনের একটি চেইন) জব্দ করা হয়েছে।

বুধবার সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে এগুলো জব্দ করা হয়।

জব্দ করা এই স্বর্ণের বাজারমূল্য তিন কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক একেএম সুলতান মাহমুদ বলেন, খবর আসে, শারজাহ থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন।

তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে তল্লাশি করে তার শরীর থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে। এ সময় স্বর্ণসহ সাইফুল ইসলামকে আটক করা হয়।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়