শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৫

সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইকে পিটিয়ে হত্যা

সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইকে পিটিয়ে হত্যা
অনলাইন ডেস্ক

চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মো. শফিকুল ইসলাম বেপারীকে পিটিয়ে হত্যা করেছে আপন ভাই-বোন। এ ঘটনায় জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

নিহত শফিকুল ইসলাম বেপারী মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামের কলিম উল্লাহ বেপারীর ছেলে।

আটককৃতরা হলেন, নিহতের ভাই আশিক বেপারী (২৩), রবি উদ্দিন (৪৫), মজনু প্রধানের ছেলে আজিজ প্রধান (২৮), সফি উল্লাহর ছেলে সিমা (৩০), রিনা (৩৮) ও লিপি আক্তার ৩৫)।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘মরদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটককৃত ৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়