শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২০

নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু
অনলাইন ডেস্ক

খুলনা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন কর ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. আশরাফুল, মামুন ও রাব্বি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নগরীর বয়রা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনটির ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবসত আশরাফুল, মামুন ও রাব্বি ছাদ থেকে পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনে শ্রমিকরা নির্মাণ কাজ করছিল বলে শুনেছি। সেখানে অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়