শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০২:৫২

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত, আরেক মেয়ে হাসপাতালে

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত, আরেক মেয়ে হাসপাতালে
অনলাইন ডেস্ক

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা ও শিশু মেয়ের মৃত্যু হয়েছে; এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরেক শিশু মেয়ে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল্লাহ জানান।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী সাবিনা বেগম (২৮) এবং তার তিন বছরের শিশু কন্যা মাইমুনা।

সাবিনা বেগমের আরেক মেয়ে চার বছরের সিনহাকে আহত অবস্থায় সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এসআই শহিদুল্লাহ বলেন, বাজারে কেনাকাটা শেষে দুই শিশুসহ ভাগনেকে নিয়ে নরসিংদী রেলস্টেশনে আসেন সাবিনা বেগম। শিশুদের ঘোরাঘুরি ও খেলা করার এক পর্যায়ে রেলস্টেশনের প্লাটফর্ম ছেড়ে রেললাইনের পাশে মেয়েদের নিয়ে ছবি তুলছিলেন সাবিনা।

তিনি বলেন, এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের হর্ণের শব্দ শুনে দৌড় দেয় সিনহা। তাকে বাঁচাতে কোলে থাকা মাইমুনাকে নিয়ে এগিয়ে যান সাবিনা।

“এতে ট্রেনের সঙ্গে ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সাবিনা ও তার কোলে থাকা মাইমুনা। গুরুতর আহত হয় সিনহা।”

এসআই বলেন, স্থানীয়রা আহত শিশু সিনহাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠায়।

অসচেতনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিহতের ১২ বছর বয়সি ভাগনে তামিম বলেন, ছবি তুলতে গেলে অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় মামি ও মামাতো বোন মারা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়