বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ৩০ মে ২০২২, ১৪:৪২

মেট্রোরেলের পিলারের ইট পড়ে প্রাণ গেল দোকান কর্মচারীর

মেট্রোরেলের পিলারের ইট পড়ে প্রাণ গেল দোকান কর্মচারীর
অনলাইন ডেস্ক

মেট্রোরেলের নিমার্ণাধীন পিলার থেকে ইট পড়ে এক পথচারী নিহত হয়েছে। নিহতের নাম সোহেল তালুকদার (৪৯) বলে জানা গেছে।

সোমবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর ১১ নং সেক্টরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

মিরপুর-১০ নম্বরে একটি স্বর্ণ দোকানে চাকরি করতেন সোহেল তালুকদার।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় নিমার্ণাধীন মেট্রোরেল প্রকল্পের ২০৩ নম্বর পিলারের কাছ থেকে ইট পড়ে সোহেল তালুকদার নামে এক পথচারী নিহত হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোহলের গ্রামের বাড়ি বগুড়ায়।

নিহতের স্বজনরা জানান, সোহেল মিরপুরে একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। আজ সকালে দোকানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তার ১০ বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে।মেয়েকে নিয়ে সোহেল মিরপুর-১২ তে ৯ নম্বর রোডের ২৭ নং বাড়িতে ভাইয়ের বাসায় থাকতেন।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়