প্রকাশ : ৩০ মে ২০২২, ১২:২৫
হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু
৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। ভারতের অভ্যন্তরে জটিলতার কারণে গম আমদানি বন্ধ ছিলো।
রোববার বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে ৪০ মেট্টিক টন গম বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।
তিনি জানান, ভারত সরকার হঠাৎ করে গত ১২ মে গম রপ্তানি বন্ধ করে দেয়। গম রপ্তানি বন্ধ করলেও পূর্বের এলসির গম বাংলাদেশকে দেওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ জটিলতার কারণ দেখিয়ে রপ্তানি বন্ধ রেখে ছিল দেশটি। এতে করে বন্দরের ব্যবসায়ীদের মাঝে একটা স্বস্তি ফিরেছে। এক হাজার ট্রাক ভারতে আটকা পড়েছে বলেও জানান তিনি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে আগে বেশি পরিমাণে গম এলেও গত আট দিন ধরে গম আমদানি সম্পূর্ণ বন্ধ ছিল। রবিবার বন্দর দিয়ে আবারও আমদানি শুরু হয়েছে।
সূত্র: আরটিভি