শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৯ °সে

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ১৪:১৯

কমলাপুরে স্টেশন ম্যানেজারের মোবাইল-মানিব্যাগ চুরি

কমলাপুরে স্টেশন ম্যানেজারের মোবাইল-মানিব্যাগ চুরি
অনলাইন ডেস্ক

ঢাকার কমলাপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করার সময় স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ এপ্রিল) ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন এক যুবককে মানিব্যাগ ও মোবাইল হাতে দেখা গেছে। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এদিকে আজ সকাল থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। যদিও কাউন্টারে টিকিট বিক্রি স্বাভাবিক থাকলেও ভোগান্তিতে পড়েছেন অনলাইনে টিকিটপ্রত্যাশীরা। যাত্রীরা জানান, শনিবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটা যাচ্ছিল না। স্টেশন ম্যানেজার জানান, সার্ভার ডাউন থাকায় এ অবস্থা তৈরি হয়েছে।

টিকিট পেতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যাত্রীরা। প্রচণ্ড ভিড়ে টিকিট না-ও পেতে পারেন এমন চিন্তায় অনেকে শুক্রবারই স্টেশনে চলে আসেন। সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে তাদের।

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ২৩ এপ্রিল সকাল ৮টা থেকে রাজধানীর পাঁচটি স্টেশনে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ; যা চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়