প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৮:১৯
ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল সেনা সদস্যের
যশোরের মনিরামপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল ইসলাম রাব্বি (২২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের বেগারীতলায় এ দুর্ঘটনা ঘটে।
রাকিবুল ইসলাম রাব্বি মনিরামপুর উপজেলার বাজুয়াডাঙা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ঈদের দিন বৃহস্পতিবার বিকেলে একটি জিকজার মডেলের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হন রাব্বি। এ সময় যশোর-চুকনগর মহাসড়কের বেগারীতলায় একটি গাড়ি সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য রাম প্রসাদ রায় বলেন, রাকিবুল ইসলাম রাব্বি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। গতকাল দুর্ঘটনায় মারা যান তিনি।
মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, মনিরামপুরের বেগারীতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।