বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ২৮ মে ২০২২, ১৫:১৩

ফোনে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ফোনে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক

ফোনে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

দেলোয়ার পীরগাছা সদর ইউনিয়নের কসাইটারী গ্রামের ছফুর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার বাড়িতে ছিলেন। তাকে ফোনে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। রেল লাইনের কাছে গেলে ওত পেতে থাকা ১০-১২ জন তাকে কোপাতে থাকে। দেলোয়ারের চিৎকারে লোকজন ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে দেলোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাটি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি সরেশ চন্দ্র জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে এখনও জানা যায়নি। মরদেহ রংপুর মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়