প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:৩৬
মারা গেলো একসঙ্গে জন্ম নেওয়া সেই চার নবজাতক
ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক মারা গেছে। শনিবার (১৩ জানুয়ারি) দিনগত রাত দেড়টায় দুজন ও ভোর ৪টার দিকে বাকি দুজন মারা যায়। সকালে শহরের অম্বিকাপুর শ্মশানে মৃত চার নবজাতককে একসঙ্গে সমাহিত করা হয়।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে নবজাতকদের বাবা রাজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা আমাদের চারটি সন্তান উপহার দিয়েও এক দিনের ব্যবধানে সব কেড়ে নিয়ে গেলো। এ কষ্টের কোনো শেষ নেই।’
চার নবজাতকের মা বৈশাখী রায় ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লার বাসিন্দা মদন রায়ের মেয়ে। তার স্বামী রাজন বিশ্বাসের (২৬) বাড়ি রাজবাড়ীর ভাজনচালা এলাকায়। সেখানকার বাসিন্দা ভোলানাথ বিশ্বাসের ছেলে তিনি। রাজন বিশ্বাস পেশায় একজন মুদি ব্যবসায়ী।
পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালে বৈশাখীর সঙ্গে রাজনের বিয়ে হয়। শুক্রবার (১২ জানুয়ারি) ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চার পুত্রসন্তানের জন্ম দেন বৈশাখী রায়। এবারই প্রথমবারের মতো বাবা-মা হন রাজন-বৈশাখী দম্পতি।