রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৭

স্কুল থেকে ফিরে পুকুরপাড়ে খেলছিল দুই শিশু, ডুবে মৃত্যু

স্কুল থেকে ফিরে পুকুরপাড়ে খেলছিল দুই শিশু, ডুবে মৃত্যু
অনলাইন ডেস্ক

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়নের কাজাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের আলামিনের ছেলে রিয়াদ (৭) ও ইজাজুলের ছেলে হাসান (৭)। তারা চাচাতো ভাই।

লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন বিপ্লব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই দুই শিশু স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে তারা পুকুরে পড়ে ডুবে যায়। ঘণ্টাখানেক পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একমাত্র ছেলেকে হারিয়ে রিয়াদের মা রেখা বেগম কাঁদতে কাঁদতে বলেন, প্রতিদিন স্কুল থেকে এসে তারা একসঙ্গে খেলে ও পুকুরে গোসল করে। আজকে যে এভাবে পানিতে তলিয়ে যাবে তা ভাবতেও পারি নাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়