প্রকাশ : ২৩ মে ২০২২, ১৩:২৯
প্রবাসী স্ত্রীকে হত্যা, র্যাবের হাতে স্বামী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
ঢাকার কেরানীগঞ্জে স্বামীর হাতে প্রবাসী স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী নুরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। রোববার (২২ মে) রাতে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, কেরানীগঞ্জের চাঞ্চল্যকর স্বামীর হাতে প্রবাসী স্ত্রী হত্যা মামলার আসামি নুরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে র্যাব।
সূত্র: আরটিভি