প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০০:২০
সিলেটে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
অনলাইন ডেস্ক
সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। এসময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে।
এর আগে গত ১৪ আগস্ট সিলেটসহ সারাদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
এতে রাজধানী ঢাকাসহ বেশির ভাগ এলাকায় আতঙ্ক দেখা দেয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেটের কানাইঘাট এলাকায়।