প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:৪৬
সাগর উত্তাল, কুয়াকাটায় পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়েছে উঠেছে। যে কারণে কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকেই উপকূলের বেশিরভাগ এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। বেড়েছে বাতাসের গতির চাপও।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল রয়েছে। জোয়ারের সময় পানির চাপ অনেকটা বেড়েছে তাই পর্যটকদের নিরাপদে থাকতে বলা হচ্ছে। আমরা সার্বক্ষণিক সৈকতে তাদের সতর্ক করছি। আবহাওয়া খারাপ হলে প্রয়োজনে সৈকত থেকে সবাইকে উঠিয়ে দেওয়া হবে।
এদিকে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিমে অগ্রসর হতে পারে।
তিনি আরও বলেন, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।