প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০২:৫০
আগুন নেভাতে গিয়ে চালকের হার্ট অ্যাটাক, প্রাণ গেল দুজনের
নারায়ণগঞ্জে ফতুল্লায় শিল্প কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় চাষাড়ায় হঠাৎ হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের গাড়ির চালক জাহাঙ্গীর আলম।
এতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এবং দুর্ঘটনায় এক প্রথচারী নিহত হন।
পরে গাড়ি চালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। চিকিৎসক জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা ওসি (তদন্ত) মো. সাইদুজ্জামান।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান জানান, চালক জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।