বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:৪০

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬
অনলাইন ডেস্ক

সিলেটের গোয়াইনঘাটে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৮টা বিশ মিনিটে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক কাজী আমির উদ্দিন। অন্যদের পরিচয় জানা যায়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, সকাল ৮টা বিশ মিনিটের দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু সড়কে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। এছাড়া আরও তিনজন আহত হন। অহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়