প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০২:০৮
ঝালকাঠিতে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে প্রাণ গেলো মা-মেয়ের
ঝালকাঠির নলছিটি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুজন।
সোমবার (৫ জুন) ভোর ৫টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম (৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)।
স্থানীয়রা জানান, ভোরে একটি ট্রাক বরগুনার বামনা থানা থেকে ভাঙারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় ঝালকাঠিগামী অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।